
দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য বড়সড় পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাস্তায় একটি গরুকে বাঁচাতে গিয়ে তাঁর কনভয়ের একটি গাড়ির সঙ্গে অন্য গাড়ির ধাক্কা লাগে। কিন্তু চালকের তৎপরতায় তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি। সুরক্ষিত রয়েছে চন্দ্রবাবু।
ঘটনাটি ঘটেছে শনিবার। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে হায়দরাবাদ ফিরছিলেন চন্দ্রবাবু নাইডু। রাস্তার উপর বেশ জোরেই যাচ্ছিল তাঁর কনভয়। সামনে বেশ কয়েকটি পাইলট গাড়ির পরে তাঁর গাড়ি ছিল। হঠাৎ করেই রাস্তায় একটি গরু চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে সামনের পাইলট গাড়ির ড্রাইভার আচমকা ব্রেক কষেন। ফলে তার ঠিক পিছনের গাড়ির ড্রাইভার ব্রেক কষতে না পেরে ধাক্কা মারেন সামনের গাড়িতে।
জানা গিয়েছে, এভাবে পরের পর কনভয়ের বেশ কয়েকটি গাড়ি একে অন্যের সঙ্গে ধাক্কা মারে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির ড্রাইভার দক্ষতার সঙ্গে গাড়ি থামিয়ে দেন। ফলে তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পরে দেখা যায়, বেশ কিছু গাড়ির সামনের ও পিছনের অংশ তুবড়ে গিয়েছে। কিন্তু দুর্ঘটনায় কেউ সেরকম বড় আঘাত পাননি বলেই জানা গিয়েছে।
এই দুর্ঘটনার পরেই সঙ্গে সঙ্গে সেখানে যায় পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স। সবার শারীরিক অবস্থা খতিয়ে দেখা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনও সমস্যা হয়নি। তবে এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে অবশ্য নিজের গন্তব্যের উদ্দেশে এগিয়ে যান চন্দ্রবাবু নাইডু।
এর আগে বুধবার বিকেলে বিজয়ওয়াড়া বিমানবন্দরে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। বিশাল কনভয়ের মাঝে ছিল তাঁর গাড়ি। আর কনভয়ের পিছনে আসছিল একটি অ্যাম্বুলেন্স। সামনে মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় থাকায় পিছনে পিছনেই যেতে হচ্ছিল তাকে। সেটা লক্ষ্য করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই ব্যবস্থা নেন তিনি। থামিয়ে দেন নিজের কনভয়। অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার জায়গা করে দেন তিনি। এই ঘটনাও শোরগোল ফেলেছিল অন্ধ্রের রাজনীতিতে।