Latest News

সিবিএসই-র দ্বাদশের রেজাল্টে রেকর্ড কেরলের, সবার নীচে বিহার

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বেলা ১২ টা নাগাদ সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়েছে। আর কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যাচ্ছে রেকর্ড গড়েছে কেরলের ত্রিবান্দ্রম রিজিওন।

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, কেরলের ত্রিবান্দ্রম রিজিওনের ছাত্রছাত্রীদের পাশের হার দেশের মধ্যে সব চেয়ে বেশি। সেখানে ৯৭.৬৭ শতাংশ ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে পাশের হারে সবার নীচে রয়েছে বিহারের পাটনা রিজিওন। বিহারের রাজধানী মহল্লায় শতকরা ৭৪.৫৭ শতাংশ ছেলেমেয়ে পাশ করেছে।

পর্যবেক্ষকদের মতে, কেরলে এমনিতেই শিক্ষিতের হার দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। সেদিক থেকে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ত্রিবান্দ্রম রিজিওনের ফলাফল অবাক করার মতো কোনও ঘটনা নয়। প্রতি বছর না হলেও, গত এক দশকে অন্ত চার বার এই রিজিওন পাশের হারে দেশের শীর্ষেই ছিল। তবে বিহারের পাটনা রিজিওনের ফলাফল তাৎপর্যপূর্ণ ভাবে খারাপ হয়েছে বলে মত শিক্ষা মহলের অনেকের। গত কয়েক বছরে দেখা গিয়েছে ওড়িশা, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি ছিল সবার নীচে। এবার সেখানে বিহার।

পরিসংখ্যান বলছে, গত বছরও পাটনা রিজিওনে পাশের হার ছিল ৮২ শতাংশের উপর। তার আগের বছর ছিল ৮০ শতাংশের বেশি। এবার তা কমে ৭৫ শতাংশের নীচে নেমে গিয়েছে। অনেকের এও বক্তব্য, কয়েক মাস পরেই হতে চলা বিহারের ভোটে বিরোধীরা এই পরিসংখ্যানকে শাসক বিজেপি-জেডিইউ জোটের বিরুদ্ধে হাতিয়ার করতে পারে।

গত বছর ২ মে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়েছিল। কিন্তু এবার করোনা আবহে তা স্থগিত হয়ে যায়। পরীক্ষা নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। ফলাফলের দিকে তাকিয়ে ছিল দেশের ১২ লক্ষ পরীক্ষার্থী। পরিসংখ্যান বলছে এই বছরে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল মোট ১২,০৬,৮৯৩ জন পড়ুয়া। এর মধ্যে ৫,২২,৮১৯ জন ছাত্রী ও ৬,৪৮,০৮৬ জন ছাত্র। এছাড়াও ছ’জন ট্রান্সজেন্ডার।

You might also like