Latest News

বক্সিং রিং থেকে রাজনীতির রিং-এ বীজেন্দ্র, দিল্লি থেকে কংগ্রেস প্রার্থী হলেন অলিম্পিক পদকজয়ী বক্সার

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির ঘরের ছেলে গৌতম গম্ভীরের নাম। সোমবারই দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো ভারতের বক্সিংয়ের মুখ অলিম্পিক পদকজয়ী বক্সার বীজেন্দ্র সিংয়ের নাম।

কংগ্রেসের প্রার্থী হওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়াকে ধন্যবাদ জানিয়েছেন বীজেন্দ্র। টুইট করে তিনি বলেন, “আমার ২০ বছরের বেশি বক্সিং কেরিয়ারে আমি সবসময় আমার দেশকে গর্বিত করেছি। এ বার সময় হয়েছে আমার দেশের জন্য কিছু করার। দেশের মানুষের জন্য কিছু করার। আমি এই সুযোগ দেওয়ার জন্য কংগ্রেস দল, সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়াকে ধন্যবাদ জানাই।” ভারতে বক্সিংকে জনপ্রিয় করার জন্য অন্যতম প্রধান ভূমিকা রয়েছে বীজেন্দ্রর। তার জন্য ২০১০ সালে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী দেওয়া হয়েছে। অর্থাৎ এ বার দিল্লিতে দুটি কেন্দ্রে তারকা প্রার্থীর লড়াই দেখা যাবে। একদিকে বিজেপির গৌতম গম্ভীর তো অন্যদিকে কংগ্রেসের বীজেন্দ্র সিং।

শুধুমাত্র বীজেন্দ্র সিং নয়, একই দিনে দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নামও কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়াও পূর্ব দিল্লি থেকে অরবীন্দ্র সিং লাভলি, চাঁদনি চক থেকে জে পি আগরওয়াল, উত্তর-পশ্চিম দিল্লি থেকে রাজেশ লিলোথিয়া ও পশ্চিম দিল্লি থেকে মহাবল মিশ্রর নাম ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত সজ্জন কুমারের ভাই রাজেশ কুমারকেও দিল্লিতে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল। কিন্তু সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্রের খবর, শীলা দীক্ষিতকে বলা হয়েছিল যে কেন্দ্র তিনি চান, সেখান থেকেই প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। তারপরেই পূর্ব দিল্লির জায়গায় উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী হিসেবে দাঁড়ান প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। কিন্তু কংগ্রেসের এই তালিকায় বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলের নাম নেই। কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, চাঁদনি চক কেন্দ্র থেকে আর ভোটে দাঁড়াতে রাজি হননি সিব্বল। সূত্রের খবর, তিনি বিজেপি ও আপের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে নামতে রাজি হননি। ১২ মে দিল্লিতে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-election-commission-become-more-strict-in-third-phase-as-observers-roam-around-booths-and-check-id-card/

You might also like