Latest News

ডাক্তারবাবু ডিস্কো ড্যান্সার! কোভিড ওয়ার্ডে সে কী নাচ, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কোভিড যোদ্ধাদের নানা কার্যকলাপ দেখা গিয়েছে ওয়ার্ডের মধ্যে। কখনও কেউ গান গেয়েছেন, কেউ আবার সারা রাত জেগে বৃদ্ধের সাংসারিক গল্প শুনেছেন। কিন্তু এমন ডিস্কো ড্যান্সার ডাক্তারবাবু বোধহয় এর আগে দেখা যায়নি।

স্পিকারে বাজছে হিন্দি গান। আর পিপিই, মাস্ক, ফেস শিল্ড পরে কোভিড ওয়ার্ডে নাচছেন চিকিৎসক। নিখুঁত স্টেপ, অসামান্য ফিটনেস। দেখলেই বোঝা যাচ্ছে নিয়মিত চর্চা রয়েছে তাঁর। সেকেন্ডের মধ্যে কোমরের মোচড়ে ঘুরে যাচ্ছে শরীর। উদ্দেশ্য একটাই, কোভিড রোগীদের একটু রিলিফ দেওয়া।

জানা গিয়েছে যিনি নাচছেন তিনি অসমের শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক অরূপ সেনাপতি। ইএনটি সার্জেন তিনি।

চিকিৎসকের এমন নাচের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের বাহবাও পাচ্ছেন তিনি। শুধু মাত্র কোভিড আক্রান্তদের বিনোদন দেওয়ার জন্য নয়। তাঁর নৃত্য শৈলী মন কেড়েছে অনেকের।

দেখুন সেই নাচ

You might also like