Latest News

কুপওয়ারায় সকাল থেকে গোলাগুলি, সেনা অফিসার-সহ শহিদ চার, নিহত ৩ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে গুলির লড়াই শুরু হয়েছিল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায়। সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক এবং তিনজন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন বিএসএফ-এর এক কনস্টেবল। সেনা সূত্রে খবর, কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে গিয়ে শুরু হয় সংঘর্ষ। খতম হয়েছে ৩ জঙ্গিও।

উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় মছিল সেক্টর বরাবর সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে অনুপ্রবেশকারী এই তিন জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, এপ্রিল থেকে এখনও পর্যন্ত এ বছরের সবচেয়ে বড় এনকাউন্টার এটিই। তবে সফল ভাবে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিলেও শহিদ হতে হয়েছে চার সেনা জওয়ানকে।

কুপওয়ারার মছিল সেক্টর বরাবর জঙ্গিদের অনুপ্রবেশ প্রথমে নজরে আসে বিএসএফ এবং সেনার। সঙ্গে সঙ্গেই জবাব দেন নিরাপত্তারক্ষীরা। টের পেয়ে পাল্টা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সেই গুলিতেই শহিদ হয়েছেন এক সেনা আধিকারিক এবং তিন জওয়ান। বিএসএফের তরফে জানানো হয়েছে আজকের এনকাউন্টারে মছিল সেক্টরে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন কনস্টেবল সুদীপ সরকার।

জানা গিয়েছে, আজ ভোর চারটে নাগাদ কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলির লড়াই শুরু হয়েছিল। এরপর ফের বেলা ১০টা ২০মিনিট নাগাদ জঙ্গি অনুপ্রবেশ লক্ষ্য করেন জওয়ানরা। লাইন অফ কন্ট্রোল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ছিল জঙ্গিরা। দুবারই জঙ্গি অনুপ্রবেশ রুখতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। আহত জওয়ানদের এনকাউন্টারের জায়গা থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখনও সেনা এবং বিএসএফের যৌথ অভিযান জারি রয়েছে কুপওয়ারার মছিল সেক্টরে। আর কোনও জঙ্গি যাতে লুকিয়ে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজর রয়েছে নিরাপত্তাবাহিনীর। গোটা এলাকায় চলছে টহলদারি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পাহারা। সজাগ রয়েছেন জওয়ানরা। কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি নিহত জঙ্গিদের নাম, পরিচয় জানারও চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

You might also like