Latest News

স্পুটনিক ভি দেওয়া শুরু হল দেশে, ডক্টর রেড্ডিসের সঙ্গে যৌথ উদ্যোগে টিকা দিচ্ছে অ্যাপোলো হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার শেষ হল। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পাশাপাশি রুশ টিকা স্পুটনিক ভি দেওয়া শুরু হল দেশে। প্রাথমিক পর্যায়ে দেড় লক্ষ টিকার ডোজ দেওয়া হবে। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির সঙ্গে যৌথ উদ্যোগে স্পুটনিক টিকা দেবে অ্যাপোলো হাসপাতাল। সোমবার হায়দরাবাদে টিকাকরণ শুরু হয়েছে। আগামীকাল বিশাখাপত্তনমে টিকা দেওয়া হবে। এরপরে দেশের অন্যান্য রাজ্যেও স্পুটনিক টিকার বিতরণ হবে।

অ্যাপোলো হাসপাতালের প্রেসিডেন্ট ডক্টর কে হরি প্রসাদ বিবৃতি দিয়ে বলেছেন, আপাতত বেসরকারি ক্ষেত্রগুলিতেই স্পুটনিক টিকা দেওয়া হবে। দেশের অন্তত ৬০টি জায়গায় টিকা দেওয়া শুরু হচ্ছে। টিকাকরণে গতি আনতে ডক্টর রেড্ডিসের সঙ্গে হাত মিলিয়েছে অ্যাপোলো হাসপাতাল। তাছাড়া অন্যান্য বেসরকারি সেক্টরগুলোকেও এগিয়ে আসার কথা বলা হয়েছে। ডক্টর প্রসাদ বলছেন, “আমরা আশা রাখছি এই উদ্যোগে টিকার ঘাটতি মেটানো যাবে এবং দেশের বড় অংশের মানুষকে খুব দ্রুত টিকার ডোজ দেওয়া যাবে।”

প্রথম দফায় দেড় লক্ষ টিকার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর কে হরি প্রসাদ। আজ ও কাল হায়দরাবাদা ও বিশাখাপত্তনমের অ্যাপোলো হাসপাতালে টিকা দেওয়া হবে। এরপর দিল্লি, মুম্বই, কলকাতা, পুণে, বেঙ্গালুরু, আহমেদাবাদা ও চেন্নাইতে টিকা দেওয়া শুরু হবে।

রাশিয়া থেকে প্রথম দফায় স্পুটনিক ভি টিকা চলে এসেছে দেশে। ১৪ তারিখ প্রথম টিকার ডোজ দেওয়া হয় ডক্টর রেড্ডিসের আধিকারিক দীপক সাপরাকে। রাশিয়া থেকে যত ডোজ এসেছে এখন সেটাই বিতরণ করা হবে রাজ্যগুলিতে। এরপরে দেশেই রুশ টিকার উৎপাদন করবে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। দেশের ৬টি ইউনিটে তৈরি হবে ভ্যাকসিনের ডোজ। রেড্ডিস জানিয়েছে, আমদানি করা টিকার সঙ্গে ৫ শতাংশ জিএসটি জুড়ে গেছে। তাই একটি টিকার ডোজের দাম পড়ছে ৯৯৫ টাকা ৪০ পয়সা। তবে ভারতে টিকার উৎপাদন শুরু হয়ে গেলে দাম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। ৬টি ইউনিটের মধ্যে প্রথম দুটি টিকার ডোজ সরবরাহ করতে পারে জুন-জুলাই নাগাদ। পরের দফায় অগস্টে আরও দুটি ইউনিট টিকার ডোজ সরবরাহ করবে। প্রতিটি দফায় উৎপাদন বাড়ানো হবে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে কয়েক কোটি টিকার ডোজ তৈরি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

You might also like