
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন চলায় প্রায় ২ মাস পরে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। আর এই বিমান পরিষেবা শুরু হওয়ার পরেই এক বিমানকর্মীর শরীরে পাওয়া গেল সংক্রমণ। তাঁর সঙ্গে থাকা সব যাত্রীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
জানা গিয়েছে, সোমবার দিল্লি থেকে পঞ্জাবের লুধিয়ানা গিয়েছিলেন অ্যালায়েন্স এয়ারলাইন্সের ওই কর্মী। যদিও কর্মী হিসেবে নয়, বরং যাত্রী হিসেবে টিকিট কেটে বিমানে চড়েন তিনি। লুধিয়ানাতে কাজের সূত্রে যাচ্ছিলেন ওই কর্মী। তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ার পরে ওই বিমানে থাকা বাকি যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
লুধিয়ানার এক হাসপাতাল সূত্রে খবর, সোমবার থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার পরে ১১৬ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। ১১৪ জনের রিপোর্ট চলে এসেছে। তার মধ্যে ৫০ বছর বয়সী ওই কর্মীর কোভিড পজিটিভ ধরা পড়েছে। দিল্লির বাসিন্দা ৫০ বছরের ওই বিমানকর্মী অ্যালায়েন্স এয়ারলাইন্সের সুরক্ষা দফতরে কাজ করেন। সংক্রমণ ধরা পড়ার পরে তাঁকে লুধিয়ানাতেই একটি আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।
চেন্নাই থেকে কোয়েম্বাটোর যাওয়া ইন্ডিগো এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। বিমানের চালক-সহ সব কর্মীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ইন্ডিগো।
আরও পড়ুন মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল, মিডিয়ায় লম্বা চওড়া ফিরিস্তি না দিয়ে দ্রুত ত্রাণের ব্যবস্থা করুন
গত সোমবার থেকে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। যদিও আন্তর্জাতিক বিমান পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। কেন্দ্রের এই বিমান চালু করার সিদ্ধান্তের পরে কিছু রাজ্য তাতে অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের অর্থনীতিকে পুনরায় চালু করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের মাস্ক, গ্লাভস, স্যানিটিজার-সহ একাধিক নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে ও বিমানের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে ঢোকার আগে প্রত্যেকের স্ক্রিনিং করে দেখা হচ্ছে। এছাড়া আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের।
এত সব নিয়ম মানার পরেও করোনা সংক্রমণ ধরা পড়ার পরে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রের এই সিদ্ধান্তের উপর। এভাবে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে।