
এদিন অনুমতি পাওয়ার পরে টুইট করে আদর বলেন, “সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভ্যাকসিন মজুত করে রাখার জন্য যে ঝুঁকি নিতে হয়েছিল তা অবশেষে সফল হয়েছে। ভারতের প্রথম কোভিড ১৯ ভ্যাকসিন কোভিশিল্ডকে অনুমতি দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন সুরক্ষিত ও কার্যকরী। টিকাকরণের জন্য এই ভ্যাকসিন তৈরি।”
Happy new year, everyone! All the risks @SerumInstIndia took with stockpiling the vaccine, have finally paid off. COVISHIELD, India's first COVID-19 vaccine is approved, safe, effective and ready to roll-out in the coming weeks. pic.twitter.com/TcKh4bZIKK
— Adar Poonawalla (@adarpoonawalla) January 3, 2021
অবশ্য শুধু কোভিশিল্ড নয়, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকেও অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল। রবিবার সকালে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভি জি সোমানি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বিভিন্ন পর্যায়ে তাদের ভ্যাকসিনের ট্রায়াল চালিয়েছে। সেই রিপোর্ট তারা পেশ করেছিল ড্রাগ কন্ট্রোলের কাছে। তা সন্তোষজনক মনে হওয়ার পর এই দুই টিকাকে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়ে ভারতে কোভিশিল্ড তৈরি করেছে বিশ্বের সর্ববৃহৎ ওষুধ প্রস্তুতকারক সংস্থা সেরাম ইন্সটিটিউট। বেশ কিছুদিন আগেই দেশের সর্বোচ্চ পর্যায়ের ট্রায়াল চালিয়েছে তারা। জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়েছিল সেরাম। তাতে বেশ কিছু তথ্য তাদের জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল। সেইসব তথ্য জমা দেওয়ার পরে তা খুঁটিয়ে দেখেই অনুমতি পেয়েছে সেরাম।
আদর পুনাওয়ালা অনেক দিন আগেই টুইট করে বলেছিলেন, তাঁদের সংস্থায় খুব তাড়াতাড়ি ভ্যাকসিনের অনেক বেশি পরিমাণ ডোজ তৈরি করার ক্ষমতা রয়েছে। সেইমতো আগে থেকেই সরকারকে অর্থ বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। মাস খানেক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও ফ্যাক্টরিতে গিয়ে টিকা তৈরির পদ্ধতি দেখে আসেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই তিনি জানিয়েছিলেন নতুন বছরের শুরুতেই ভারতের বাজারে চলে আসবে ভ্যাকসিন। সেইমতোই অনুমতি পেয়ে আদর পুনাওয়ালা জানালেন, ভারতে টিকাকরণ শুরু করার জন্য তাঁরা তৈরি।