
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। ভারতের বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৮। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৫৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭১। দিল্লিতে ৫২৩ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে মারা গিয়েছেন ৪৫ জন। গুজরাতে মৃত্যু হয়েছে ১২ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৭৪৮ | ৪৫ | ৫৬ |
কেরল | ৩১৪ | ২ | ৫৫ |
কর্নাটক | ১৫১ | ৪ | ১২ |
তেলেঙ্গানা | ৩২১ | ৭ | ৩৪ |
গুজরাত | ১৪৪ | ১২ | ২২ |
রাজস্থান | ২৭৪ | ০ | ২১ |
উত্তরপ্রদেশ | ৩০৫ | ৩ | ২১ |
দিল্লি | ৫২৩ | ৭ | ১৯ |
পঞ্জাব | ৭৬ | ৬ | ৪ |
হরিয়ানা | ৮৪ | ১ | ২৫ |
তামিলনাড়ু | ৫৭১ | ৫ | ৮ |
মধ্যপ্রদেশ | ১৬৫ | ৯ | ০ |
অন্ধ্রপ্রদেশ | ২২৬ | ৩ | ১ |
পশ্চিমবঙ্গ | ৮০ | ৩ | ১০ |
বিহার | ৩২ | ১ | ০ |
ছত্তীসগড় | ১০ | ০ | ৮ |
উত্তরাখণ্ড | ২৬ | ০ | ৪ |
হিমাচল প্রদেশ | ১৩ | ১ | ২ |
গোয়া | ৭ | ০ | ০ |
ওড়িশা | ২১ | ০ | ২ |
পুদুচেরি | ৫ | ০ | ১ |
মণিপুর | ২ | ০ | ০ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও নতুন করে ৩ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, ঝাড়খণ্ডে ৪জন ও অসমে ২৬জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ১৪ | ০ | ১০ |
জম্মু-কাশ্মীর | ১০৯ | ২ | ৪ |
চণ্ডীগড় | ১৮ | ০ | ০ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১০ | ০ | ০ |