
১. নিগৃহীতার গাড়িতে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা নিয়ে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআই-কে।
২. দ্রুত তদন্ত শেষ করতে আজ বৃহস্পতিবার থেকেই ফোনাফুনি করে সমস্ত তথ্য সংগ্রহ শুরু করে দিতে হবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে।
৩. উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে শীর্ষ আদালতের এও নির্দেশ, শুক্রবারের মধ্যে নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. উন্নাও কাণ্ডের সঙ্গে যুক্ত পাঁচটি মামলাকে একসঙ্গে করে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তাঁর এও নির্দেশ, ৪৫ দিনের মধ্যে এই শুনানি শেষ করতে হবে।
৫. সলিসিটর জেনারেল তুষার মেটার কাছে এ দিন বিচারপতিরা জানতে চান, নিগৃহীতার শারীরিক অবস্থা এখন কেমন? তুষার জানান, এখনও তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। এ কথা শুনেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, যদি তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে যেন ‘এয়ার লিফট’ করা হয়। এইমস-কেও এ কথা বলে আদালত।
৬. এ ছাড়াও সর্বোচ্চ আদালতের নির্দেশ, নিগৃহীতার পরিবারের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দায়িত্ব দিতে হবে। এবং তাঁর পরিবারের নিরাপত্তার বিষয় নিয়ে যে মামলা তার শুনানি হবে শুক্রবার প্রধান বিচারপতির এজলাসেই।