Latest News

২৯ বছরে কাশ্মীরে ৫ হাজার সেনা ও ১৪ হাজার সাধারণ মানুষের মৃত্যু, উল্লেখ স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে

দ্য ওয়াল ব্যুরো: গত ২৯ বছরে কাশ্মীরে প্রাণ হারিয়েছেন ভারতের ৫ হাজার ২৭৩ জন নিরাপত্তাকর্মী। প্রাণ গিয়েছে ১৪হাজার ২৪জন সাধারণ কাশ্মীরির। শুক্রবার প্রকাশিত বার্ষিক রিপোর্টে এই তথ্যই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৯৯০ সাল থেকে ২০১৯-এর ৩১ মার্চ পর্যন্ত নিরাপত্তাকর্মী ও সাধারণ কাশ্মীরিদের মৃত্যুর মোট সংখ্যা এটাই।

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশে গত পাঁচ বছরে রেকর্ড গড়ল ২০১৮। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, জঙ্গি অনুপ্রবেশ, নাশকতার ঘটনা, মৃত্যু—সব দিক থেকে গত পাঁচ বছরের মধ্যে শীর্ষে ২০১৮ সাল।

রিপোর্টে বলা হয়েছে, গত বছর নিয়ন্ত্রণরেখা ও সীমান্ত পেরিয়ে ৩২৮টি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। তাতে সফল হয়েছে ১৪৩টি। ওই রিপর্টে আরও বলা হয়েছে, ২০১৮ সালে ২৫৭ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। একই ভাবে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতের ৯১জন নিরাপত্তাকর্মী। মৃত্যু হয়েছে ৩৯ জন সাধারণ কাশ্মীরির।

২০১৭ সালে ৪১৯টি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল উপত্যকায়। তবে সফল হয়েছিল ১৩৬টি। ২০১৬তে মোট চেষ্টার সংখ্যা ছিল ৩৭১ এবং সফল হয়েছিল ১১৯। গত পাঁচ বছরে সবচেয়ে কম জঙ্গি অনুপ্রবেশ হয়েছিল ২০১৫ সালে। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সংখ্যাটা ৩৩। ২০১৪ সালে চেষ্টা হয়েছিল ২২২টি। সফল হয়েছিল ৩৫।

মৃত্যুর ক্ষেত্রেও ২০১৮ গত পাঁচ বছরে শীর্ষে। যেখানে ২০১৭ সালে ২১৩ জন জঙ্গি খতম হয়েছিল, মৃত্যু হয়েছিল ৮০জন নিরাপত্তাকর্মী ও ৪০ জন কাশীরির, সেখানে ২০১৮-র সংখ্যাটা অনেকটাই বেশি।

You might also like