
দ্য ওয়াল ব্যুরো: বিদেশ থেকে কেরলে ফেরা দুই ভারতীয়র শরীরে মিলল করোনাভাইরাস। বৃহস্পতিবার আবুধাবি ও দুবাই থেকে বিমানে করে ভারতে ফিরেছেন তাঁরা। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে একথা জানান কেরলের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একজন কোঝিকোড়ে ও অন্যজন কোচিতে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই দুই নতুন আক্রান্ত বাড়ায় কেরলে করোনা আক্রান্তের সংখ্যা হল ৫০৫। তার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪৮৪ জন। অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণের এই রাজ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৭।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজয়ন বলেছিলেন, এখনও পর্যন্ত করোনা সংক্রমণ ভালভাবেই মোকাবিলা করতে সক্ষম হয়েছে কেরল সরকার। কিন্তু বিদেশ থেকে ফেরা ভারতীয়রা নতুন করে চিন্তার কারণ হয়ে উঠতে পারেন বলেই জানিয়েছিলেন তিনি। তারপরেই এই দুই আক্রান্তের খোঁজ পাওয়া গেল।
আবুধাবি ও দুবাই থেকে ৩৯৩ জন ছাড়াও নৌবাহিনীর জাহাজ আইএনএস জলস্ব-তে করে মলদ্বীপ থেকে ৬৯৮ জনকে কোচি নিয়ে আসা হচ্ছে। আগামী কয়েক দিনে বিদেশ থেকে আরও অনেক ভারতীয় ফিরবেন। তার একটা বড় অংশ কেরলের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন।
নতুন করে সংক্রমণ এড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে কেরল সরকার। জানানো হয়েছে, বিমানবন্দরে পা দেওয়ার পরেই একাধিক পরীক্ষা করা হবে বিদেশ থেকে ফেরা যাত্রীদের। তারপর তাঁদের সাতদিন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে। সাতদিন পরে তাঁদের আরটি পিসিআর টেস্ট হবে। তারপর রিপোর্ট নেগেটিভ এলে আরও সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। তবে বয়স্ক মানুষ ও গর্ভবতী মহিলারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকলেই চলবে বলে জানিয়েছে সরকার।
আরও পড়ুন কেরলে এখন মাত্র ১৬ জন করোনা অ্যাকটিভ, বাড়তি সতর্কতা দোহা ফেরতদের নিয়ে
ভারতে প্রথম তিন করোনা সংক্রমণ ছড়িয়েছিল কেরলেই। কিন্তু তারপর থেকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করেছে সরকার। এদিন সকালে কেরলের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন, কী ভাবে ৯ এপ্রিল থেকে সংক্রমণ কমেছে এই রাজ্যে। তার প্রধান কারণ হল গোটা ভারত জুড়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হলেও কেরলে উপসর্গ দেখা দিলেই ২৮ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে সবাইকে। এমনকি কেরলই ভারতের প্রথম রাজ্য যারা গত মাসে কিয়স্ক তৈরি করে একসঙ্গে অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এইসব পদক্ষেপের ফলেই এই রাজ্যে আক্রান্তের সংখ্যা এতটা কমেছে বলেই জানিয়েছে প্রশাসন।