
রাজধানী দিল্লি এবং বাণিজ্য নগরী মুম্বইতে মঙ্গলবার পেট্রোপণ্যের দাম বেড়েছে। দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ১১ পয়সা আর ডিজেলে বেড়েছে লিটার প্রতি ২৩ পয়সা। মুম্বইতেও পেট্রলের দাম লিটার প্রতি ১১ পয়সা বেড়েছে। আর ডিজেল বেড়েছে ২৪ পয়সা। রাজধানীতে পেট্রল এখন লিটার প্রতি ৮২.৮৩ টাকা আর ডিজেল ৭৫.৬৯ টাকা। মুম্বইতে তা পেট্রল দাঁড়িয়ে ৯০-এর দোরগোড়ায়। ৮৮.২৯ টাকা লিটার। ডিজেল ৭৯.৩৫ টাকা।
চলতি মাসেই অর্থমন্ত্রী অরুণ জেটলি লিটার প্রতি আড়াই টাকা দাম কমিয়ে পেট্রোপণ্যের উর্দ্ধমুখী দামে লাগাম টানতে চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। বেড়েই চলেছে জ্বালানির দাম। দুর্ভোগে সাধারণ মানুষ। এরমধ্যেই দিল্লির পেট্রল পাম্প অ্যাসোসিয়েশন ২২ অক্টোবর ধর্মঘটের ডাক দিয়েছে। বন্ধ থাকবে ৪০০টির বেশি পাম্প।