Latest News

এসএসকেমে মুখ্যমন্ত্রী, সেখানেই ভর্তি আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বিকেল গড়াতেই সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই অসুস্থার খবর পেয়ে ফোন করে খোঁজ নিয়েছেন তিনি। এখন সশরীরেই ‘গীতশ্রী’কে দেখতে যান তিনি।

বুধবার রাত থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি নয়। জ্বর আসে তাঁর। পারিবারিক চিকিৎসক জানান, নিউমোনিয়া, ফুসফুসে সংক্রমণ হয়ে থাকতে পারে তাঁর। এরপর সকালেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রবীণ শিল্পীকে। তাঁর জন্য শহরের রাস্তায় গ্রিন করিডোর করা হয়।

এদিন কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের সমস্ত সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকেই সরাসরি এসএসকেম যান তিনি। সেখানে উডবার্ন ব্লকে রাখা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে খবর। তিনি রয়েছেন অক্সিজেন সাপোর্টে। চিন্তায় রয়েছে পরিবার। সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে উদ্বিগ্ন বাংলার শিল্পী মহল।

You might also like