Latest News

বিবাদের জেরে বাড়িওয়ালার মেয়েকে ফুটন্ত ভাতের হাঁড়িতে ফেলার অভিযোগ ভাড়াটের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: বাড়িওয়ালার সঙ্গে বিবাদ। আর তার জেরেই তাঁর তিন বছরের মেয়েকে ধাক্কা মেরে ফুটন্ত ভাতের হাঁড়িতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ভাড়াটের বিরুদ্ধে। ঘটনাটি উল্টোডাঙ্গার দাস পাড়ার।

উল্টোডাঙ্গার দাস পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন সুষেন কুমার ভূঁইয়া এবং রাজকুমার শ’য়ের পরিবার। সুষেন বাবুর দাবি বেশ কিছুদিন আগে বাড়ির মালিকের থেকে বাড়িটি কিনে নেন তিনি। তার পর থেকেই গণ্ডগোল শুরু হয়ে আরেক ভাড়াটে রাজকুমার শ’য়ের সঙ্গে। সুষেন ভুঁইয়া পেশায় গাড়িচালক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িভাড়া দিচ্ছিলেন না ভাড়াটে রাজকুমার শ।  গোটা বাড়িটাই ধীরে ধীরে দখল করে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িভাড়া সংক্রান্ত গন্ডগোলের জেরে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই ছিল। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ শুক্রবার সন্ধ্যায় সুষেনবাবুর ২ বছর ১০ মাসের কন্যা সন্তান দীপান্বিতা সন্ধ্যা বেলা বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় রাজকুমারের স্ত্রী সেই শিশুটিকে ঘরে ডাকেন। অভিযোগ তার কিছুক্ষন পরেই সেই ঘরের ভিতর থেকে শিশুটির চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন সুষেন বাবুর স্ত্রী এবং দেখেন তার মেয়ের একদিক আগুনে ঝলসে গিয়েছে।

এই ঘটনায় গুরুতর জখম হয় শিশুটি। ছোট্ট দীপান্বিতার মুখ, বুক ও হাতের একাধিক অংশের চামড়া ঝলসে গিয়েছে। প্রায় ৫৫ শতাংশের বেশি অংশ পুড়ে গিয়ে গভীর ক্ষত হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছে দীপান্বিতা।

এই ঘটনায় মঙ্গলবার উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে দীপান্বিতার পরিবার। শিশুটির বয়ান নেওয়ার চেষ্টা করছে পুলিশ। কিন্তু কথা বলার মতো অবস্থাতে নেই দীপান্বিতা। তাই এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

You might also like