
সিদ্ধিদাতার পুজোতেও উৎসবের কোনও কমতি ছিল না শহর কলকাতায়। মহা সমারোহে বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে গণেশ চতুর্থী। আর এই সবের মধ্যেই নজর কাড়ল মন্ত্রী সাধন পাণ্ডের পুজো। মানিকতলায় প্রতি বছরের মতোই এই বছরেও মহাসমারোহে গণপতি উৎসবের আয়োজন করেছিলেন সাধনবাবু। সঙ্গে ছিলেন মেয়ে শ্রেয়া। গোল্ডেন সাটিন কাপড়ের মণ্ডপ থেকে শুরু করে রকমারি খাবার—-আয়োজনে কোনও খামতি ছিল না। আর এই আড়ম্বরে হাজির ছিলেন রাজনৈতিক জগতের নামিদামী ব্যক্তিত্বরা। ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাই। সব মিলিয়ে মানিকতলার গণেশ উৎসব একেবারে জমজমাট।