
গতকাল পাঁচ বন্ধু মিলে সন্ধের দিকে ওই পানশালায় গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনা হল, এরপর রাতে বাকি চার জন মিলে অন্যজনের বাড়িতে ডাকতে যান। তখন তাঁর বাড়ি থেকে বলা হয়, ওই যুবক বাড়ি ঢোকেনি। এরপর ওই চার জন ফের পানশালায় আসেন। তখন তাঁরা এসে জানতে পারেন পানশালার সিঁড়িতে পূর্ব সিঁথির ওই যুবককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পানশালার সিসিটিভি ফুটেজও। তবে রহস্য ঘনাচ্ছে বন্ধুদের ভূমিকায়।
প্রথম প্রশ্ন, বন্ধুরা যখন ওই পানশালা থেকে বেরিয়েছিলেন তখন কি পঞ্চম জন তাঁদের সঙ্গেই ছিলেন? যদি না থাকেন তাহলে তখনই তাঁর খোঁজ করলেন না কেন? কী কারণে বাড়িতে ডাকতে গেলেন? নাকি মদ্যপানের মাঝখানেই ওই যুবক উঠে গিয়েছিলেন? খুঁজে না পেয়েই বাড়িতে যান বন্ধুরা? জানা গিয়েছে, পানশালা থেকে মৃতের বাড়ির দূরত্ব বেশি নয়। বন্দুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।