
প্রথমে পুকুরের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই ঘটনা স্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনার খবর পেয়েই দত্তাবাদে আসেন বিধাননগরের বিধায়ক তথা সদ্য দায়িত্ব পাওয়া দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরকে বলা হয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির তালিকা দিতে। প্রশাসন পুনর্বাসনের উদ্যোগ নেবে। স্থানীয় ক্লাবের ছেলেরা যে ভাবে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারও প্রশংসা করেন মন্ত্রী।