
অফলাইনে পরীক্ষা দিতে চায় পড়ুয়ারা, পুজোর পরেই দরজা খুলে দিচ্ছে বেসরকারি স্কুলগুলি
সেনাবাহিনীতে যোগ দিতে যাঁরা ইচ্ছুক এবং যাঁদের যোগ্যতা আছে, অনলাইনেই তাঁরা আবেদন জানাতে পারবেন। ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে (joinindianarmy.nic.in) গিয়ে আবেদন জানানো যাবে সহজেই। আবেদন গ্রহণের শেষ তারিখ ৮ নভেম্বর।
আপাতত মোট ৯০টি শূন্যপদ পূরণের জন্য আবেদন গ্রহণ করছে ভারতীয় সেনাবাহিনী। উচ্চ মাধ্যমিক স্তরে যাঁরা পদার্থবিদ্যা, রসায়ন এবং অঙ্ক নিয়ে পড়েছেন এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছেন, তাঁরাই এই পদে অবেদনের যোগ্য। উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় উপরিউক্ত তিন বিষয়েই ৬০ শতাংশ নম্বর নিতে পাশ করা বাধ্যতামূলক। সাড়ে ১৬ থেকে সাড়ে ১৯ বছরের বয়সসীমার মধ্যেই থাকতে হবে আবেদনকারীদের।