Latest News

কেমন আছেন শাবানা, জানালেন জাভেদ আখতার

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। শনিবারই অভিনেত্রীকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে।

দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ২৪ ঘণ্টা। এখন শাবানা আজমি রয়েছেন আইসিইউতে। তবে সব স্ক্যান রিপোর্ট ভাল এসেছে। এমনটাই জানিয়েছেন জাভেদ আখতার। তিনি আরও জানিয়েছেন, শাবানা আজমির অবস্থা এখন আর সংকটজনক নয়। জাভেদ আখতারের কথায়, “চিন্তা করবেন না। শাবানা আইসিইউতে থাকলেও সব স্ক্যান রিপোর্ট পজিটিভ এসেছে। মনে হচ্ছে কোনও গুরুতর চোট লাগেনি।” তবে সূত্রের খবর, চোট সারিয়ে সুস্থ হতে প্রায় মাস খানেক সময় লাগবে অভিনেত্রীর। রবিবার আরও কিছু পরীক্ষা-নিরিক্ষা হবে অভিনেত্রীর। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, আরও অন্তত চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে তাঁকে।

এর আগে কোকিলাবেন হাসপাতালের সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর সন্তোষ শেট্টিও জানিয়েছিলেন, শাবানা আজমি বিপদমুক্ত। শনিবার হাসপাতালের তরফে দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেন অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল।

শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে শাবানা আজমির গাড়ি। মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অভিনেত্রীর গাড়ির। সামনের অংশ দুমড়ে মুচড়ে যান। গুরুতর চোট পান শাবানা। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা স্থানীয় এমজিএম হাসপাতালে। এরপর তাঁকে স্থানাতর করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন জাভেদ আখতারও। তবে বরাত জোরে কোনও চোট লাগেনি তাঁর।

এই দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে দায়ী করা হয়েছে শাবানা আজমির গাড়ির চালককেই। শনিবারের দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তবে এই চালকের বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে, একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, চালক অমলেশ যোগেন্দ্র কামাত ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। ওভারটেক করতে গিয়েই মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ধাক্কা লাগে ট্রাকে। দুমড়ে যায় গাড়ির সামনের অংশ।

শাবানার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন ধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অভিনেত্রীকে দেখতে কোকিলাবেন হাসপাতালে গিয়েছিলেন সতীশ কৌশিক, আশুতোষ গোয়াড়িকর, অনিল কাপুর, বনি কাপুর, তাব্বু, শিবানী দণ্ডেকর, জোয়া এবং ফারহান আখতার-সহ বলিউডের আরও অনেকেই।

You might also like