Latest News

কাশ্মীরের পুলিশ প্রধান পদে বদল, রুটিন বদলি নাকি অন্য কারণ?

দ্য ওয়াল ব্যুরো: সরিয়ে দেওয়া হলো কাশ্মীরের পুলিশ প্রধান এসপি বেদকে। তাঁর জায়গায় আনা হলো দিলবাগ সিংকে। আইপিএস দিলবাগ ছিলেন ডিজি (কারা) পদে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে রুটিন বদলির কারণেই এই রদবদল। রাজ্য গোয়েন্দা সংস্থার প্রধান আবদুল গণি মীরকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে ডঃ বি শ্রীনিবাসকে।

কিন্তু এটা কি শুধুই রুটিন বদলি?

জম্মু-কাশ্মীর প্রশাসনে এই বদল নিয়ে তৈরি হয়েছে অন্য গুঞ্জন। প্রশাসনের একটি অংশের মতে, গত সপ্তাহে পুলিশ এবং তাঁদের পরিবারের লোকজনদের অপহরণের পর তাঁদের মুক্তির জন্য জঙ্গিদের আত্মীয়দের ছেড়ে দেওয়ার ঘটনাতেই নড়েচড়ে বসে প্রশাসন। তাঁদের মতে, জঙ্গিদের সঙ্গে বিনিময়ের বোঝাপড়ায় ব্যাপক বিতর্ক তৈরি করে ভূস্বর্গের পুলিশ প্রশাসনের ভিতর।

যদিও পুলিশ প্রধানের শীর্ষপদ থেকে অপসারিত বেদ এর পিছনে অন্য কারণ দেখছেন। একটি জাতীয় সংবাদ মাধ্যমের দাবি, তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন, কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে বিজেপি-র এক মন্ত্রী অভিযুক্তদের সমর্থনে রাস্তায় নেমেছিলেন। কিন্তু প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেয়। এতেই নাকি ‘ক্রুদ্ধ’ হয়ে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন। এনএন ভোরার জায়গায় রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে সত্যপাল মালিককে। স্থানীয় স্তরে নির্বাচনের আগে আগে প্রশাসনের এই রদবদল কি না তা নিয়েও উঠছে প্রশ্ন।

You might also like