
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানে এমন আজব ঘটনা ঘটেছে। ‘পিকে-৯৭৫৪’ নামক একটি বিমান রিয়াধ থেকে উড়েছি, গন্তব্য ছিল ইসলামাবাদ। কিন্তু বিমানটি সৌদি আরবের দাম্মামে অবতরণ করার চালক। তারপরেই সদর্পে ঘোষণা করে দেন তাঁর নির্ধারিত কাজের সময় শেষ, কাজেই এর পর তিনি বিমান ওড়াবেন না।
পিআইএ জানাচ্ছে, এমনিতেও আবহাওয়া খারাপ ছিল। তাই বিমানের জরুরি অবতরণ করানো হয়। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি ঠিক হওয়ার পরেও বিমান ওড়াতে রাজি হননি চালক। তাঁর কাজের সময়ের বাইরে এক মিনিটও অতিরিক্ত দিতে রাজি নন তিনি।
এদিকে চালক যখন নিজের জেদে অটল, তখন যাত্রীদের মধ্যেও অশান্তি শুরু হয়ে গেছে। টিকিট কেটে প্লেনে চেপে কেউই নেমে যেতে রাজি নন। আর এমন অজুহাতের কারণে তো নয়ই। ঘটনাকে ঘিরে প্রথমে চিৎকার-চেঁচামেচি শুরু হয়, পরে বিমানবন্দরে ঝামেলা শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠানো হয়।
বিমান এখনও উড়েছে কিনা জানা নেই, তবে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের কাছে কাকুতিমিনতি করেছেন, পাইলটের এখন বিশ্রামের সময়। নিরাপত্তার কথা ভেবেই চালককে জোর করা যাবে না। তবে বিমান আবার উড়বে। রাত ১১টার মধ্যেই সকল যাত্রীকে ইসলামাবাদে দায়িত্ব নিয়ে পৌঁছে দেওয়া হবে। ততক্ষণ অবধি হোটেলেই যাত্রীর থাকার ব্যবস্থা করা হবে।