Latest News

ভারতে দ্রুত ৬ কোটি টিকার ডোজ পাঠানো হোক, বাইডেন প্রশাসনের কাছে আর্জি কংগ্রেস সদস্য কৃষ্ণমূর্তির

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভয়াবহ হযে উঠেছে ভারতে। জরুরি ভিত্তিতে দ্রুত ৬ কোটি টিকার ডোজ ভারতে পাঠানোর আর্জি জানালেন আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রাজা কৃষ্ণমূর্তি।

কোভ্যাক্স কর্মসূচীতে জুন মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আট কোটি ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, করোনা মহামারীর মোকাবিলায় দেশে উৎপাদিত ভ্যাকসিনের ১৩ শতাংশই বিতরণ করবে আমেরিকা। দুমাসের মধ্যে অ্যাস্ট্রজেনেকার ৬ কোটি ডোজ পৌঁছে দেওয়া হবে বিভিন্ন দেশে। অন্যান্য টিকার আরও ২ কোটি ডোজ সরবরাহ করা হবে সময়মতো। এই ঘোষণার পরে মার্কিন কংগ্রেস সদস্য কৃষ্ণমূর্তি আর্জি জানান, আট কোটি ডোজের মধ্যে ৬ কোটি পাঠানো হোক ভারতে।

এর আগেও ভারতে অ্যাস্ট্রজেনেকার টিকার ডোজ পাঠানোর আর্জি জানিয়েছিলেন কৃষ্ণমূর্তি। তিনি বলেছইলেন, আমেরিকার কাছে পর্যাপ্ত পরিমাণ অ্যাস্ট্রজেনেকার টিকা মজুত আছে। নতুন উৎপাদনও হচ্ছে। তার একটা অংশ কানাডা ও মেক্সিকোতেও পাঠানো হয়েছে। ভাইডেন প্রশাসনের কাছে কৃষ্ণমূর্তি অনুরোধ করেন, ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পাঠিয়ে ভারতের পাশে দাঁড়ানো উচিত আমেরিকার। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রটা আরও প্রসারিত করলেই অতিমহামারীর মোকাবিলা করা যাবে বলেই মত ছিল তাঁর।

করোনা লড়াইয়ে ভারতকে পূর্ণ সহযোগিতা করবে বলেই জানিয়েছে আমেরিকা। টিকা তৈরির কাঁচামালের পাশাপাশি পাঠানো হবে কোভিড চিকিৎসা সরঞ্জামও। ইতিমধ্যেই আমেরিকা থেকে পিপিই কিট, র‌্যাপিড টেস্ট কিট, ওষুধের সরঞ্জাম, ভেন্টিলেটর পাঠানো হচ্ছে ভারতে। কৃষ্ণমূর্তি বলেছেন, তিনি মার্কিন কংগ্রেসের সদস্যই শুধু নয়, আমেরিকার কোভিড কমিটির নির্বাচিত সদস্যও। তাঁর পরিবারও ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলে। তাই এই সঙ্কটের সময়ে ভারতের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করবেন তিনি।

You might also like