
প্রায় ৮৫০ কিলোমিটার রাস্তা পারও করে ফেলেছিলেন এই চারজন। তবে বাড়ি পৌঁছতে তখনও ১৫০ কিলোমিটার পথ বাকি। কিন্তু সফর শেষ করার আগেই ঘটল বিপত্তি। লকডাউন অমান্য করায় সোনু এবং তাঁর বন্ধুদের আপাতত রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। সাইকেল সমেত সরকারি আধিকারিকদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন তাঁরা। তারপরেই ছাদনাতলার বদলে সোজা কোয়ারেন্টাইনে ঢুকতে হয় পাত্রকে।
বছর ২৪-এর সোনু লুধিয়ানার একটি টাইলস কারখানায় কাজ করেন। ১৫ এপ্রিল বিয়ে ছিল তাঁর। তাই জন্যই সুদূর লুধিয়ানা থেকে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার পিপরা রসুলপুর গ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু নিজের গ্রাম থেকে ১৫০ কিলোমিটার দূরে বলরামপুরের কোয়ারেন্টাইনে সেন্তারেই আপাতত ঠাঁই হয়েছে সোনু এবং তাঁর বন্ধুদের।
জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে দিনরাত সাইকেল সফর করেছেন এই চারজন। মূলত রাতের অন্ধকারেই সাইকেল সফর করতেন সোনু এবং তাঁর বন্ধুরা। কিন্তু রবিবার ভোরে বলরামপুর এলাকায় প্রবেশ করতেই হাতেনাতে পাকড়াও হন এই চারজন। সোনু অবশ্য বারবার মিনতি করে জানিয়েছেন যে বিয়ে উপলক্ষ্যে তাঁর বাড়িতে মোটেও লোকসমাগম হয়নি। কিন্তু আধিকারিকরা তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেননি। বদলে ১৪ দিন সোনু এবং তাঁর বন্ধুদের কোয়ারেন্টাইনেই থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
বলরামপুরের এসপি দেবরঞ্জন ভার্মা জানিয়েছেন, এই চারজনের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসে তাঁদের ১৪ দিন পর ছেড়ে দেওয়া হবে।