Latest News

হিন্দুত্বের প্রতি বীতশ্রদ্ধ, ইসলাম গ্রহণ করতে দুবাই পাড়ি দিলেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: হিন্দুধর্ম ও হিন্দুত্বর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। আর তাই ভারত ছেড়ে দুবাই পাড়ি দিলেন যুবক।

ঘটনাটি মহারাষ্ট্রের মুলুন্দ শহরের। সেখানকার বছর ২৩’র যুবক জগদীশ পরিহার নিজের পরিবার ও দেশ ছেড়ে আবু ধাবি রওনা দিয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, জগদীশের পরিবারের মুলুন্দে একটি চশমার দোকান আছে। মুম্বই বিশ্ববিদ্যালয়ে বি.কম তৃতীয় বর্ষের ছাত্র জগদীশ মঙ্গলবার বাড়ির লোককে জানান, বিশ্ববিদ্যালয়ে কিছু ফর্ম ফিল আপের কাজ আছে। এই বলে দুপুর দেড়টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরান। তারপর থেকে আর জগদীশ বাড়ি ফেরেননি বলে খবর।

বৃহস্পতিবার নিজের ভাইকে হোয়াটসঅ্যাপ ফোন করে জগদীশ বলেন, তিনি ব্যবসার কাজে দিল্লি এসেছেন। শিগগির বাড়ি ফিরে যাবেন তিনি। কিন্তু তাঁর কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হয় জগদীশের পরিবার। পরিবারের লোকেরা জানিয়েছেন, মঙ্গলবার জগলদীশ তাঁদের বলেছিলেন, হিন্দুধর্ম ও হিন্দুত্বের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। তিনি এও বলেছিলেন, আর বাড়ি ফিরে আসতে চান না তিনি।

জগদীশের বাড়ির লোকেরা আরও জানিয়েছেন, কিছুদিন ধরে ফেসবুকে এক মুসলিম মহিলার সঙ্গে কথা বলতেন জগদীশ। ওই মহিলায় হিন্দুধর্ম সম্বন্ধে জগদীশের মনকে বিষিয়ে তুলেছে বলে অভিযোগ করেছেন বাড়ির লোকেরা। তাঁদের অভিযোগ, মহিলার প্রভাবেই হিন্দুধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন জগদীশ।

পুলিশ সূত্রে খবর, বাড়ি ছাড়ার আগে জগদীশ নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছেন। নিজের কম্পিউটার ফরম্যাট করে দিয়েছেন তিনি। তাঁর শেষ মোবাইল লোকেশন দেখিয়েছে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছে, তিন মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে আবু ধাবি পাড়ি দিয়েছে জগদীশ।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ( এটিএস )। তিনি কি আগে থেকে পরিকল্পনা করে দুবাই গেলেন না কেউ তাঁর যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার খোঁজ শুরু করেছেন তাঁরা।

You might also like