Latest News

লাগামছাড়া জ্বালানি, দিল্লিতে ৮০ পেরলো পেট্রলের দাম

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ১০ সেপ্টেম্বর পেট্রপণ্যের মূল্য বৃদ্ধির দাবিতে ছিল ভারত বন্‌ধ। কিন্তু বন্‌ধের দিনেও দাম বেড়েছিল জ্বালানির। একই অবস্থা ছিল মঙ্গলবারেও। সেদিনও বেড়েছিল তেলের দাম। মাঝে বুধবার জ্বালানির দাম বৃদ্ধি না পাওয়ায় খানিক স্বস্তি পেয়েছিলেন মধ্যবিত্তরা। তবে সুখ যে ক্ষণিকের তা বোঝা গেল বৃহস্পতিবার সকালেই।

নিয়মমাফিক এ দিনও বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। রাজধানী শহর দিল্লিতে পেট্রলের দাম পেরিয়েছে ৮০ টাকা। দাম বেড়েছে অন্যান্য মেট্রোপলিটন শহরেও। নয়াদিল্লিতে বুধবারের তুলনায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩১ পয়সা। নতুন দাম ৮১ টাকা। মুম্বইতে লিটার প্রতি পেট্রলের দাম ৮৮.৪৫ টাকা। কলকাতায় এ দিন পেট্রলের দাম প্রতি লিটার ৮২.৭৪ টাকা। এবং চেন্নাইতে ৮৪.০৫ টাকা।

পেট্রলের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.০৮ টাকা। মুম্বইতে প্রতি লিটার ডিজেলের দাম ৭৭.৫৮ টাকা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭৪.৯৩ টাকা। এবং চেন্নাইতে ডিজেলের দাম ৭৭.২৫ টাকা।

 

 

 

You might also like