
দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাদ্যি বেজে গিয়েছে পাঁচ রাজ্যে। ১২ নভেম্বর ছত্তীসগড়ের প্রথম দফার ভোট দিয়ে শুরু হয়ে যাবে উনিশের সেমিফাইনাল। ভোট রয়েছে দক্ষিণের তেলেঙ্গানাতেও। আর এই ভোটের হাওয়াতেই হায়দরাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হলো সাড়ে সাত কোটি নগদ টাকা। সঙ্গে একটি দেশি বন্দুক। গ্রেফতার করা হয়েছে চার জনকে।
আরও পড়ুন দল টিকিট দেয়নি, আত্মহত্যার চেষ্টা জব্বলপুরের বিজেপি নেতার
ভোটে ব্যবহারের জন্যই এই টাকা মজুত রাখা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। হায়দরাবাদ পুলিশের একটি বিশেষ দল অপারেশন চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে বৃহস্পতিবার। প্রসঙ্গত, দক্ষিণের রাজ্যের ভোটে অর্থের ব্যবহার নতুন ঘটনা নয়। পর্যবেক্ষকদের মতে, ভোট মানেই সেখানে কাঁচা ক্যাশের খেলা। পুলিশ আধিকারিকদের অনুমান উদ্ধার হওয়া পুরো টাকাটাই হাওয়ালার টাকা।
হায়দরাবাদের পুলিশ সুপার আনজানি কুমার বলেন, “নির্বাচনে অর্থের ব্যবহার ঠেকাতে প্রশাসন সমস্ত ব্যবস্থা নেবে।” প্রসঙ্গত পাঁচ রাজ্যের প্রশাসন একই নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। ভোট যত এগিয়ে আসবে তত বেশি করে বিভিন্ন বেসরকারি অফিস, হোটেল, লজে তল্লাশি অভিযান আরও বাড়বে বলেই মত তেলেঙ্গানার প্রশাসনিক কর্তাদের।