Latest News

সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে সময় লেখা নেই, এটা বড় ব্যাপার: এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞ

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবেন এইমসের চারজন ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল। এই দলের পুরোধা এইমসের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডক্টর সুধীর গুপ্তা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই কিছু নথি এবং তথ্য তাঁর কাছে পৌঁছে গিয়েছে। বাকি কিছু তথ্য মারাঠি ভাষায় লেখা, যা অনুবাদ করে পাঠাবেন সিবিআই কর্তারা। ডক্টর গুপ্তা জানিয়েছেন ২৩ অগস্টের মধ্যে তাঁর কাছে সব নথি পৌঁছবে। তারপর দিন তিন-চার ধরে সেইসব তথ্য-নথি খুঁটিয়ে দেখবেন তিনি এবং দলের বাকি তিন বিশেষজ্ঞ। এরপর আগামী ২৭ অগস্ট এই চারজনের মুম্বই আসার কথা রয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ডক্টর গুপ্তা জানিয়েছেন সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে কোনও সময় উল্লেখ করা নেই। তাঁর কথায়, “ময়নাতদন্তের রিপোর্টে সময় লেখা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এক্ষেত্রে তা নেই। মুম্বই পুলিশের অন্তত উচিত ছিল চিকিৎসকদের থেকে দ্বিতীয়বার পরামর্শ নেওয়া। সেটাও তারা নেয়নি। কেন সময় লেখা হয়নি এ ব্যাপারে কোনও সদুত্তর নেই কোথাও।” ডক্টর গুপ্তার কথায় এটা স্পষ্ট যে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে সময় না লেখা থাকার বিষয়টি তাঁকে ভাবাচ্ছে। তবে সবদিক খতিয়ে না দেখে বিশদে কিছু বলতে চাননি এই ফরেন্সিক বিশেষজ্ঞ।

প্রসঙ্গত, সিবিআইয়ের সঙ্গে এর আগে একাধিক হাই প্রোফাইল কেসে কাজ করেছেন এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর সুধীর গুপ্তা। চাঞ্চল্যকর যে সব মামলায় সিবিআই তাঁর সাহায্য নিয়েছে, তার মধ্যে রয়েছে সুনন্দা পুষ্করের মৃত্যু মামলা, কেন্দ্রীয় মন্ত্রী গোপী নাথ মুন্ডের সড়ক দুর্ঘটনা, শিনা বোরা হত্যা মামলা, জেসিকা লাল হত্যা মামলা। সিবিআই ছাড়াও অন্যান্য গোয়েন্দা এবং তদন্তকারী এজেন্সির সঙ্গেও কাজ করেছেন ডক্টর গুপ্তা। তিনি জানিয়েছেন, সুশান্তের রহস্যজনক মৃত্যুর তদন্তের ক্ষেত্রে সমস্ত আঙ্গিক খতিয়ে দেখা হবে। খুঁটিনাটি সব তথ্য ভাল করে যাচাইয়ের পরেই কোনও সিদ্ধান্তে উপনীত হবে এইমসের এই চারজন ফরেন্সিক বিশেষজ্ঞের দল।

You might also like