Latest News

রিটায়ারমেন্ট ফান্ডের টাকা দেননি, সেই রাগে রড দিয়ে পিটিয়ে বাবাকে খুন করল ছেলে

দ্য ওয়াল ব্যুরো: রিটায়ারমেন্ট ফান্ডের টাকা থেকে ছেলেকে ভাগ দেননি বাবা। সেই রাগেই রড দিয়ে মেরে বাবাকে খুন করল ছেলে।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাচাকোন্ডা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কৃষ্ণ। তেলেঙ্গানার জলসম্পদ বিভাগে কর্মরত ছিলেন তিনি। ২০১৭ সালের জুন মাসে তিনি অবসর নেন। অবসরের পর রিটায়ারমেন্ট ফান্ড বাবদ ৬ লাখ টাকা পান ওই প্রৌঢ়। তারপর একটি জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা পান তিনি। এরপরেই শুরু হয় অশান্তি। সংসারে রীতিমতো উৎপাত শুরু করেন প্রৌঢ়ের ছেলে তরুণ। বাবাকে বলে, সব টাকা তিন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিতে।

ছেলের প্রস্তাবে রাজিও হন বাবা। মোট পাওনা থেকে দু’ লাখ টাকা নিজের কাছে রেখে বাকি টাকা ভাগ করে দেন ছেলেমেয়ের মধ্যে। কিন্তু তাতেও শান্তি পায়নি তরুণ। কয়েক মাস পর থেকেই সে ফের উত্যক্ত করতে শুরু করে তার বাবাকে। বাকি টাকাও  চাই এই দাবি করে বসে কৃষ্ণ-র বছর বাইশের ছেলে তরুণ। এ বারে আর রাজি হননি প্রৌঢ়। আর সেটাই কাল হলো তাঁর জীবনে। রড দিয়ে বাবাকে মারধর করে তরুণ। জ্ঞান হারিয়ে ফেলেন প্রৌঢ়। এরপর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই কৃষ্ণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, কেবল তরুণ নয় এই ঘটনায় যুক্ত ছিল তার দুই বোনও। তারাও সমান তালে তরুণকে উৎসাহ যুগিয়েছে বাবাকে মারধর করার জন্য।

অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় মামলাও রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

You might also like