Latest News

সেনাবাহিনীর মেজরের নকল পরিচয়পত্র বানিয়ে দিল্লি থেকে গ্রেফতার যুবক, উদ্ধার ভুয়ো আইডি কার্ড

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীর মেজরের ভুয়ো পরিচয়পত্র বানানোয় দিল্লি থেকে গ্রেফতার করা হয়য়েছে আজ যুবককে। পুলিশ সূত্রে খবর, বছর তেইশের ওই যুবকের কাজ থেকে ভুয়ো আইডি কার্ডও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতের নাম সুরজ তিওয়ারি। শনিবার তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

গত বৃহস্পতিবার মারপিট এবং অভব্য আচরণের জন্য সুরজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তখন তাকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় নিজের আইডি কার্ড দেখায় ওই যুবক এবং পুলিশকে বলে সে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর। অতএব তাকে গ্রেফতার করা যাবে না। এক পুলিশ আধিকারিকের কথায়, যেহেতু জামিন যোগ্য ধারায় সুরজকে গ্রেফতার করা হয়েছিল তাই তাকে জামিনের জন্য আবেদন জানাতে বলে পুলিশ। তখনই নিজের ভুয়ো পরিচয়পত্র দেখায় সুরজ।

কিন্তু আইডি কার্ড দেখেই সন্দেহ বাড়ে পুলিশের। এক পুলিশ আধিকারিকের কথায় যে কাগজ দিয়ে ওই আইডি কার্ড বানানো হয়েছিল সেটা দেখেই আমাদের প্রথম খটকা লাগে। তারপর যুবককে একটু চাপ দিয়ে জেরা করতেই ফাঁস হয় আসল ঘটনা। পুলিশের দাবি, জেরায় সুরজ জানায় যে এই আইডি কার্ড নকল। এরপর অর্যের বিরুদ্ধে দিল্লির রোহিণী এলাকার প্রেম নগর থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়। এমনটাই জানিয়েছেন রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার পি কে মিশ্র।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডিসিপি মিশ্র কথায়, জেরায় সুরজ জানিয়েছে, স্কুলে পড়ার সময় থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তার। স্কুলে থাকাকালীন এনসিসি-র সঙ্গেও যুক্ত ছিল এই যুবক। বেশ কয়েকবার দেরাদুন আইএমএ-তেও গিয়েছিল সে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আকর্ষণ ক্রমশ বাড়তে থাকে।

তবে বাধ সাধে সুরজের শিক্ষাগত যোগ্যতা। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়নি তার। আর সেই জন্যই এমন ভুয়ো আইডি কার্ড বানিয়েছে বলে পুলিশকে জানিয়েছে সুরজ। আপাতত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কোথা থেকে এই নকল পরিচয়পত্র সে বানিয়েছে, এই ভুয়ো আইডি কার্ড ব্যবহার করে সুরজ কোনও অপরাধমূলক কাজ করেছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

You might also like