
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রায় সব প্রান্তেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এবছর বর্ষার মরশুমে সব রাজ্যেই ঘাটতি পুষিয়ে ভাল ভাবে বৃষ্টি হয়েছে। বুধবার জম্মুতেও প্রবল বৃষ্টি হয়েছে সকাল থেকে। তার জেরে ক্রমশ জলের মাত্রা বাড়ছিল নদীতে। আচমকাই জলের তোড়ে ভেঙে পড়ে কংক্রিটের ব্রিজের একটা অংশ। জম্মুর গাদিগড় এলাকায় ঘটেছে এই ঘটনা।
জম্মুতে তাওয়াই নদীর উপরের ব্রিজের প্রায় অর্ধেক অংশ ভেঙে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাসে। জানা গিয়েছে, ব্রিজের ভাঙা অংশ আবার ভেসেও গিয়েছে জলের তোড়ে। গত কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে। তার ফলেই জলের মাত্রা ক্রমাগত বাড়ছে উপত্যকার বিভিন্ন নদীতে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে যানজটের সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
#WATCH Jammu and Kashmir: A portion of a bridge in Jammu's Gadigarh area collapses, following heavy rainfall in the region. pic.twitter.com/MPwTGefF8D
— ANI (@ANI) August 26, 2020
লাগাতার বৃষ্টির প্রভাবে মাটি আলগা হয়ে গত সোমবার ভূমিধস নেমেছিল জম্মুর রিয়াসি এলাকায়। এই ভূমিধসে মারা গিয়েছেন চারজন। জানা গিয়েছে, পাহাড়ের ঢালে পশুচারণের জন্য গিয়েছিলেন এই চারজন। হঠাৎই ধস নামায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের।
টানা বর্ষণের জেরে ইতিমধ্যেই বন্ধ হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ২৭০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক। সূত্রের খবর, প্রবল বৃষ্টিতে মাটি আলগা হয়ে বুধবার নতুন করে ধস নেমেছে রাম্বন জেলায়। ধসের জেরে অধিকাংশ রাস্তাঘাট ভেঙে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার মধ্যে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। জানা গিয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যা কাশ্মীরের সঙ্গে দেশের বাকি এলাকাকে সংযুক্ত করে সেখানে মঙ্গলবার ধস নেমেছিল। জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ এই ভূমিধসে ভেঙে গিয়েছে। হাইওয়ের উপরেই আটকে পড়েছে অসংখ্য যানবাহন।
তবে ইতিমধ্যেই রাস্তা মেরামত এবং পরিষ্কারের কাজে নেমেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। দ্রুততার সঙ্গে কাজ করে জাতীয় সড়ক ফের চালু করতে তৎপর তারা। জোরকদমে চলছে কাজ। মেশিনের পাশাপাশি হাত লাগিয়েছে মানুষও। তবে আশঙ্কার ব্যাপার একটিই যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জম্মু-কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।