
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে দক্ষিণ কাশ্মীরের কুলগাম এনকাউন্টারে খতম হয়েছে তিন জঙ্গি। এদের মধ্যে একজনের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, নিহত জঙ্গিরা সকলেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।
সেনা সূত্রে খবর, শুক্রবার সকালে কুলগামের নাঙ্গদ এলাকায় অভিযান শুরু হয়েছিল। জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা যৌথ ভাবে এই অভিযান চালিয়েছে। তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে কুলগামের এই এলাকায় গা-ঢাকা দিয়েছে কয়েকজন জঙ্গি। তাদের খোঁজেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে তিনজন জঙ্গি। জানা গিয়েছে, কুলগামের নাঙ্গদ-চিম্মার এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা এবং সিআরপিএফের এই যৌথ অভিযানে জখম হয়েছেন ৩ জন নিরাপত্তারক্ষীও।
#UPDATE Another unidentified terrorist killed (total 3) in the encounter at Kulgam. Incriminating materials including arms & ammunition recovered. Search operation underway: Jammu & Kashmir Police
— ANI (@ANI) July 17, 2020
সেনা সূত্রে খবর, কুলগামের নাঙ্গদ-চিম্মার এলাকায় এখনও চলছে এনকাউন্টার। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে সেনাবাহিনীর টহলদারি। এই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জানতে জারি রয়েছে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে চলতি বছর এখনও পর্যন্ত অন্তত ১৩১ জন জঙ্গি খতম হয়েছে এনকাউন্টারে। তাদের মধ্যে বেশিরভাগই জইশ-ই-মহম্মদের সদস্য। নিহত হয়েছে জইশের বেশ কয়েকজন টপ কম্যান্ডার। এছাড়াও হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার কুখ্যাত এবং মোস্ট ওয়ান্টেড জঙ্গিরাও সেনাবাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে এই বছর।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কুপওয়ার অঞ্চলের কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করেছিল এক জঙ্গি। যদিও ভারতীয় ভূখণ্ডে প্রবেশের আগেই নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয়েছে ওই জঙ্গি।