Latest News

দিল্লিতে ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৫০০ জন, রাজধানীতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে কোভিড পরিসংখ্যানে চতুর্থ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে ১৯ মে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা মোট ১০,০৫৪। মৃত্যু হয়েছে ১৬৮ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪৪৮৫ জন।

দিল্লি সরকারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছে ৫০০ জন। নতুন ৫০০টি কোভিড কেসের ফলে দিল্লিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ১০,৫৫৪ বলে জানিয়েছে দিল্লির স্বাস্থ্য দফতর। রাজধানীতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৫৬৩৮। আর দিল্লির স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে এখনও পর্যন্ত সেখানে কোভিড-১৯ সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪৭৫০ জন।

ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১,০১,১৩৯। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১৬৩ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯,১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৭০ জন। আর মৃত্যু হয়েছে ১৩৪ জনের। তবে সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ২৩৫০ জন। দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ৫৮,৮০২। ভারতে এখন সুস্থতার হার ৩৮.৭৩ শতাংশ। আর মৃত্যু হার ৩.১২ শতাংশ।

মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা সর্বাধিক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৫,০৫৮, যা সারা দেশের মোট করোনা আক্রান্তের প্রায় ৩৫ শতাংশ। এখনও পর্যন্ত মারাঠা প্রদেশে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ১২৪৯ জনের, যা সারা দেশে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যার প্রায় ৪০ শতাংশ। আর করোনাভাইরাসের সংক্রমণ সারিয়ে মহারাষ্ট্রে সুস্থ হয়ে উঠেছেন ৮৪৩৭ জন।

You might also like