
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় বিস্ফোরণ হয়েছে একটি আর্মি ক্যাম্পে। জখম হয়েছেন দু’জন সেনা। তবে আরও অনেক সেনা জওয়ানের গুরুতর চোট পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা সেক্টরে ১৫ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ক্যাম্পে শুক্রবার আচমকাই বিস্ফোরণ হয়। সেনা সূত্রে খবর, রাজওয়ার এলাকার লাছমপোরা ক্যাম্পের এই বিস্ফোরণ ভয়াবহ আকার নিতে পারত। আহত দুই জওয়ানকে দ্রুত নিয়ে যাওয়া হয় শ্রীনগরের সেনা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই দুই জওয়ান।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জওয়ানরা ক্যাম্পের ভিতর শক্ত কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন। সেই সময় আচমকাই এই বিস্ফোরণ ঘটে। কী ভাবে এই বিস্ফোরণ হয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কী ভাবে এই বিস্ফোরণ হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। দায়ের হয়েছে এফআইআর-ও।