Latest News

মেহুল চোকসিদের ২১৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

দ্য ওয়াল ব্যুরো- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের তদন্তে আরও এক ধাপ এগলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত করল নীরব মোদীর মামা তথা পিএনবি জালিয়াতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির কয়েকশো কোটির সম্পত্তি।

শুধু মেহুল চোকসি নয়। তার ঘনিষ্ঠ মিহির বনসালি এবং এপি জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, বাজেযাট হওয়া সম্পত্তির মূল্য আনুমানিক ২১৮ কোটি টাকা।

১৩ হাজার কোটি টাকা জালিয়াতি করে মামা-ভাগ্নে দুজনেই দেশ ছেড়ে পালিয়েছে। মাসখানেক আগে অ্যান্টিগা থেকে ভিডিওবার্তায় আবার মেহুল চোকসি দাবি করেছিলেন, সব অভিযোগ নাকি মিথ্যে। অকারণে ইডি তার সম্পত্তি অ্যাটাচ করছে। জানা গেছে নীরব মোদীও রয়েছেন ব্রিটেনে। দুজনকেই দেশে ফেরাতে চেষ্টা চালাচ্ছে একাধিক তদন্তকারী সংস্থা। এর মধ্যেই সম্পত্তি বাজেয়াপ্ত করে তদন্তকারী এজেন্সি তাদের উপর চাপ বাড়ালো বাড়াল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের অনেকে।

You might also like