Latest News

দক্ষিণ অসমে ভূমিধস, বরাক উপত্যকার তিন জেলায় মৃত অন্তত ২০, আহত অসংখ্য

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ অসমে ধসে মৃত্যু হয়েছে ২০ জনের। আহত হয়েছেন আরও অনেকে। সূত্রের খবর, মৃতদের মধ্যে তিনজন নাবালক।

জানা গিয়েছে, বরাক উপত্যকার তিন জেলায় ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে মোট ২০ জনের। দক্ষিণ অসমের বরাক উপত্যকায় গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টিপাত হচ্ছিল। অনুমান টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবেই মাটি আলগা হয়ে ধস নেমেছে। জানা গিয়েছে, দক্ষিণ অসমের বরাক উপত্যকার কাছাড় এবং হেইলাকান্দি জেলায় সাতজন করে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ধসের কারণে করিমগঞ্জে মৃত্যু হয়েছে ৬ জনের।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ। ধসের জেরে মাটির স্তূপে বা ভাঙা বাড়ির তলায় আটকে পড়া মানুষদের তৎপরতার সঙ্গে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে এমনিতেই বিপর্যস্ত অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক জেলা। বন্যা এবং হড়পা বানে অসমে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪ লক্ষ মানুষ। ভেঙেছে অসংখ্য বাড়ি। এখনও জলবন্দি রয়েছেন প্রচুর মানুষ। চাষের জমি থেকে গবাদি পশু, ব্যাপক ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট সর্বত্রই। গোয়ালপাড়া, হুজাই এবং নওগাঁও—-অসমের এই তিন জেলায় ক্ষতির পরিমাণ সর্বাধিক।

ছবি সংগৃহীত

You might also like