Latest News

দুর্ঘটনা এবার ভারতীয় হিমালয়ে, নন্দাদেবী-ইস্ট অভিযানে গিয়ে নিখোঁজ আট অভিযাত্রী

দ্য ওয়াল ব্যুরো: পর্বতাভিযানের ইতিহাসের এক ভয়াবহ মরসুম দেখছে হিমালয়। এবার দুর্ঘটনা ভারতীয় হিমালয়ে। ভারতের উত্তরাখন্ডে অবস্থিত নন্দাদেবী-ইস্ট (৭৪৩৪ মি) শৃঙ্গ অভিযানে গিয়ে সাত বিদেশি ও এক ভারতীয়কে নিয়ে গড়া একটি অভিযাত্রী দল নিখোঁজ হয়ে গেছে।

গত ১৩ মে টিমটি নন্দাদেবী-ইস্ট অভিযান  শুরু করে। টিমটি মুন্সিয়ারি থেকে  ৯০ কিলোমিটার পথ পায়ে হেঁটে নন্দাদেবী বেসক্যাম্প পৌঁছায়। টিমটিতে ছিলেন আমেরিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আসা সাত পর্বতারোহী এবং  Indian Mountaineering Foundation -এর তরফ থেকে টিমটির সঙ্গে ছিলেন একজন ভারতীয় লিয়াজো অফিসার। অভিযাত্রী দলটির গত শুক্রবার (৩১ মে) বেসক্যাম্পে ফিরে আসার কথা থাকলেও দলটি ফিরে আসেনি। টিমটির মুন্সিয়ারী ফেরার কথা ছিল আজ, ১ জুন।

দলনেতা মার্টিন মোরান

অভিযানটির দলনেতা ছিলেন বিখ্যাত পর্বতারোহী ব্রিটেনের মার্টিন মোরান। সদস্যদের মধ্যে ছিলেন  ব্রিটেনের পর্বতারোহী জন ম্যাকলেন, রিচার্ড পেইন, রুপার্ট ওয়েবল। আমেরিকার অ্যান্থনি সুডেকন,রোনাল্ড উইমেল। অস্ট্রেলিয়ার মহিলা পর্বতারোহী রুথ ম্যাকেন্স ও ভারতের লিয়াজো অফিসার চেতন পান্ডে। অভিযানটির ব্যবস্থাপনায় ছিল দিল্লির হিমালয়ান রান অ্যান্ড ট্রেক লিমিটেড।

বেসক্যাম্প সূত্রে জানা গেছে, দলটি শুক্রবার রাতে শৃঙ্গ আরোহণের পথে হারিয়ে গেছে। জেলা প্রশাসন উদ্ধারকারী দল পাঠিয়েছে, আজ রাতেই  সেই উদ্ধারকারী দল পৌঁছে যাবে নন্দাদেবী বেসক্যাম্প। এবং বেসক্যাম্পে থাকা অনান্য টিম মেম্বারদের সঙ্গে উদ্ধারকার্য চালাবে।

You might also like