
কে জিতলেন? মমতার ভিডিও দিয়ে টুইট হর্ষ গোয়েঙ্কার
এই তো সেদিনও বহরমপুরের সভায় দাঁড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা-মন্ত্রীদের প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘কতগুলো গরু হাম্বা হাম্বা করতে করতে চলে গেছে।’ তার আগে কালনায় দাঁড়িয়ে বাম-কংগ্রেস-বিজেপিকে জগাই, মাধাই, গদাই বলেছেন তিনি।
শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি মজার ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক বিদেশী মহিলা বক্তৃতা দেওয়ার সময় মিলিয়ে মিলিয়ে কথা বলছেন। অন্যদিকে দেখা যাচ্ছে মমতাও কোনও সভায় দাঁড়িয়ে বলছেন, ‘হাম্বা, হাম্বা, রাম্বা, রাম্বা, কাম্বা, কাম্বা, দুম্বা, দুম্বা, বুম্বা, বুম্বা, বাম্বা বাম্বা।’
ভিডিও টুইট করে হর্ষ ক্যাপশনে লিখেছেন, ‘কে জিতলেন?’ ইতিমধ্যেই এই টুইট ভাইরাল।
Who won?
pic.twitter.com/739lDcEVSp— Harsh Goenka (@hvgoenka) February 12, 2021