Latest News

সল্টলেকের মহিষাবাথানের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)  ঘটল সল্টলেকে (Salt Lake)। সেক্টর ফাইভের মহিষাবাথানের লালবাড়িতে ভয়াবহ আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

স্থানীয় সূত্রে খবর, এই লালবাড়ির একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ধোঁয়া দেখে পরিবারের লোকজন। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। দমকল আসার আগে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই।

আরও পড়ুনঃ আইসিএসই ও আইএসসি-র উত্তরপত্রের মূল্যায়ন হবে পরীক্ষাকেন্দ্রেই, নির্দেশ কাউন্সিলের

খবর পেয়ে ঘটনাস্থলে প্ৰথমে একটা ইঞ্জিন পৌঁছায়, পরে আরও দুটি ইঞ্জিন আসে। চেষ্টা চলছে আগুন নেভানোর। ঘরের মধ্যে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি স্পষ্টভাবে। তবে প্রাথমিক অনুমান শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে। তবে কোনও হতাহতের খবর মেলেনি।

এই নিয়ে গত কয়েক মাসে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরের বুকে। মূলত শর্ট সার্কিটের কারণেই এমন ঘটনা ঘটছে বলে খবর।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like