
দ্য ওয়াল ব্যুরো: মন্নতে ঘর ভাড়া চাই! কত দাম পড়বে? সোশ্যাল মিডিয়ায় সরাসরি শাহরুখ খানকেই এমন প্রশ্ন করে বসলেন এক ভক্ত। কিং খানের জবাবও ছিল দারুণ মজার।
টুইটারে ফ্যানদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মেতে থাকা শাহরুখ খানের পুরনো অভ্যাস। এর আগেও বেশ কয়েকবার কিং খান ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ চ্যালেঞ্জে মেতেছিলেন। ঠিক এমনটাই হয়েছিল বুধবারও। বেশ খানিকক্ষণের জন্য টুইটারে লাইভ চ্যাটে এসেছিলেন শাহরুখ খান। প্রিয় অভিনেতাকে পছন্দের প্রশ্ন করার সুযোগ ছাড়তে চাননি কেউই।
এই চ্যাটিংয়ের মাঝেই এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করে বসেন, “স্যার মন্নতে একটা ঘর ভাড়া চাই। কত দাম পড়বে?” ফ্যানের এমন প্রশ্নের দারুণ মজা করে জবাব দিয়েছেন শাহরুখও। অভিনেতা লিখেছেন, “৩০ বছরের মেহনত দরকার”।
30 saal ki mehnat mein padega. https://t.co/Y3qfb7IMdk
— Shah Rukh Khan (@iamsrk) January 22, 2020
বলিউডে এখন নতুন অভিনেতাদের ডেবিউ হলেই সবকিছুর সঙ্গে ভেসে আসে একটা শব্দ, ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ। তবে বিটাউনে জায়গা বানাতে শাহরুখকে যে কোনও ‘গডফাদার’ সাহায্য করেননি একথা প্রায় সকলেরই জানা। কেরিয়ার থেকে প্রেম, রিল থেকে রিয়েল লাইফ সবেতেই রীতিমতো লড়ে জায়গা বানিয়েছেন শাহরুখ খান। বহুদিনের পরিশ্রমের পর বানিয়েছেন সাধের আলিশান বাংলো ‘মন্নত’। তাই সেখানে ঘর ভাড়া চাওয়ায় ভক্তের উদ্দেশে শাহরুখের সাফ জবাব, “পরিশ্রমের ফলেই বাস্তবে এসব পাওয়া সম্ভব।”
#asksrk চ্যালেঞ্জে এসেছিল আরও নানান প্রশ্ন। তার মধ্যেই একজন কেমিস্ট্রি পড়ার শাহরুখের সাহায্য চেয়েছিলেন। সেই ভক্তকে শাহরুখ বলেন, “এই ব্যাপারটা সুস্মিতা সেন ভাল বলতে পারবেন।” প্রসঙ্গত, ফারহা খানের ছবি ‘ম্যায় হু না’ ছবিতে শাহরুখের কেমিস্ট্রি শিক্ষিকা ছিলেন সুস্মিতা সেন। তবে রিল লাইফের কেমিস্ট্রিতে শাহরুখের জুড়ি মেলা ভার। তাই তাঁকেই কেমিস্ট্রি পড়ার সহজ উপায় জিজ্ঞেস করেছিলেন এক ভক্ত। জবাবে শাহরুখ বলেন, তাঁর বদলে এই জবাব অনেক ভাল দিতে পারবেন সুস্মিতা সেন।
Please direct this question to my chemistry teacher..@thesushmitasen https://t.co/V9ClwzU6Oh
— Shah Rukh Khan (@iamsrk) January 22, 2020
এখানেই শেষ নয়। প্রশ্নোত্তরের পালা চলেছিল আরও খানিকক্ষণ। তিন সন্তানের সঙ্গেই শাহরুখ বরাবর মেশেন বন্ধুদের মতো। তবে প্রকাশ্যে বেশ কয়েকবার কিং খানকে বলতে শোনা গিয়েছে ছোট ছেলে আব্রামের থেকে প্রতিদিন নিত্যনতুন জিনিস শেখেন তিনি। এদিন তাই অভিনেতা রীতেশ দেশমুখ শাহরুখের উদ্দেশে প্রশ্ন করেন, “আব্রামের থেকে শেখা একটা জিনিস বলুন।” পাল্টা টুইটে শাহরুখের জবাব, “যখনই খিদে পাবে, কিংবা রাগ হবে বা খুব দুঃখ হবে শুধু নিজের প্রিয় ভিডিও গেম খেলতে খেলতে একবার হাল্কা করে কেঁদে নাও…”। বাকিটা শাহরুখ উহ্য রাখলেও একথা বুঝতে কারও বাকি নেই যে আব্রামের চোখে জল মোতেই সইতে পারেন না তাঁর সেলিব্রিটি বাবা। তাই একটু কেঁদে দিলেই সব মুশকিল আসান হয়ে যায়।
Whenever you are sad hungry or angry…cry just a little bit while playing your favourite video game. https://t.co/YoG90FVN6E
— Shah Rukh Khan (@iamsrk) January 22, 2020