Latest News

কলকাতায় শেষ হাসি কার মুখে? মঙ্গলবার গণনা, প্রস্তুতি তুঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার ভোট হয়ে গিয়েছে রবিবার। শীতের শহরে তাপমাত্রার পারদ যতই নামুক, নির্বাচনী উত্তাপে এখনও গা সেঁকছে তিলোত্তমা। পুরভোটের দিন শহরের নানা প্রান্ত থেকে নানা অশান্তির খবর এসেছে। বিরোধীরা তা নিয়ে প্রথম থেকেই সোচ্চার। তার মাঝেই আগামীকাল মঙ্গলবার হবে ভোটগণনা। তার প্রস্তুতি তুঙ্গে।

 

রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, গণনার জন্য ওয়ার্ডভিত্তিক সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। সবকটি ওয়ার্ডেই একসঙ্গে ভোটগণনা শুরু হবে। গণনাকেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত এলাকায় এখন থেকেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। ঘোষণা করা হয়েছে ড্রাই ডে।

 

প্রতিটি গণনাকেন্দ্রের দায়িত্বে থাকছেন একজন করে এএমআরও পদমর্যাদার অফিসার। এছাড়াও মোতায়েন করা হয়েছে তিন স্তরের পুলিশ বাহিনী।

 

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টাতেই খুলে দেওয়া হবে স্ট্রং রুম। ঘড়ির কাঁটা ধরে ৮টা বাজলেই শুরু হবে গণনা। গণনাকেন্দ্রের বাইরে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। থাকছে ড্রোনও। যে সমস্ত কাউন্টিং এজেন্টরা আগামীকাল ভোটগণনা পর্যবেক্ষণ করবেন তাঁরা গণনাকেন্দ্রের ভিতর মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবেন না, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

 

কমিশন সূত্রের খবর, সবকটি গণনাকেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি। চলবে ভিডিওগ্রাফি। প্রোটোকল মেনে মিডিয়াকে অনুমোদন দেওয়া হয়েছে। কোভিড আবহে পুরভোটে সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছিল কমিশন। গণনাকেন্দ্রেও তার অন্যথা হবে না। সবকটি কেন্দ্র ইতিমধ্যে স্যানিটাইজ করার কাজ চলছে। মজুত থাকবে যথেচ্ছ পরিমাণ মাস্ক, স্যানিটাইজার। এছাড়া আরএটি পরীক্ষার সুবিধাও উপলব্ধ থাকবে গণনাকেন্দ্রে।

You might also like