Latest News

মুর্শিদাবাদের নৌকোডুবি: উদ্ধারে নামল বিপর্যয় মোকাবিলা দল, এখনও নিখোঁজ ৩

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ভৈরব নদীতে নৌকোডুবির ঘটনায় শুক্রবার সকাল হতেই উদ্ধারে নামল বিপর্যয় মোকাবিলা দল। নামানো হয়েছে চারটি স্পিড বোট। মা সহ এখনও দুই শিশু নিখোঁজ বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ প্রায় ৮০জন যাত্রী নিয়ে ডোমকলের মধ্যগরিবপুরে নৌকোডুবির ঘটনা ঘটে। পুলিশ,  স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাতেই বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনেক যাত্রী সাঁতরে পাড়ে আসেন। ১২ঘণ্টার বেশি নিখোঁজ থাকায় ওই তিনজনের মৃত্যু হয়েছে বলেই মনে করছে প্রশাসন।

You might also like