
এবার এর সদুত্তর পেতে বারো সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। কোন শর্ত ও নিয়ম মেনে রেজাল্ট বানানো হবে তার রিপোর্ট আগামী ১০ দিনের মধ্যে সিবিএসই-র হাতে তুলে দেবে এই কমিটি। কিছুদিনের মধ্যেই এই বিষয়ে আলাপ-আলোচনার জন্য মিটিংও ডাকা হবে বলে সূত্রের খবর।
অন্যদিকে সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে, বারোজনের এই বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব বিপিন কুমার, কেভিএস-এর কমিশনার নিধি পাণ্ডে সহ এনসিইআরটি, ইউজিসি-র মতো সংগঠনের একাধিক নির্বাচিত প্রতিনিধি। আগামী ১৪ জুনের মধ্যে তাঁদের মূল্যায়নের মাপকাঠি স্থির করে জানানোর কথা।
উল্লেখ্য, গত মঙ্গলবার একাধিক মন্ত্রকের সঙ্গে রিভিউ মিটিংয়ে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কোভিড পরিস্থিতি বিবেচনা করে তিনি চলতি শিক্ষাবর্ষের সিবিএসই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা বাতিল ঘোষণা করেন। ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে এবং অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়।
বৈঠক শেষে রেজাল্টের মানদণ্ড নিয়ে কিছু না বললেও মোদী আশ্বাস দেন ‘সময়ের মধ্যে’ এবং ‘স্বচ্ছ ও নিরপেক্ষভাবে’ তা প্রকাশ করা হবে। এই নিয়ে তিনি সিবিএসই-কে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
যদিও গোটা ইস্যুতে সরকারি তরফে কিছু জানানোও হয়নি। সবই নির্ভর করছে কমিটির সিদ্ধান্তের ওপর। তবে অসমর্থিত সূত্রের খবর, পড়ুয়াদের বিগত তিন বছরের পরীক্ষার ফলাফলকে বোর্ড বিচার করতে পারে। সেক্ষেত্রে আভ্যন্তরীণ মূল্যায়ন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কস ছাড়াও নবম, দশম ও একাদশ শ্রেণির পরীক্ষার নম্বর গণনা করার সম্ভাবনা রয়েছে। যদিও সবকিছু আর ১০ দিনের মধ্যে স্পষ্ট হবে বলে আশ্বাস দিয়েছে সিবিএসই।