
বুধবারের ঘটনা পরম্পরা যেন তেমনটাই! ২৭ ঘণ্টা বেপাত্তা থাকার পরে বুধবার সন্ধেয় আচমকাই দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ে হাজির হন আইএনএক্স-দুর্নীতি মামলায় অভিযুক্ত, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেখানে সিবিআই ও ইডি পৌঁছলেও, ধরতে পারেনি চিদম্বরমকে। এর পরেই তাঁকে ধাওয়া করে জোড়বাগের বাংলোর সামনে পৌঁছয় সিবিআই। এক আধিকারিককে পাঁচিল টপকে ভিতরে ঢুকতেও দেখা যায়!
দেখুন ভিডিও।
#WATCH Delhi: A Central Bureau of Investigation (CBI) official jumps the gate of P Chidambaram's residence to get inside. CBI has issued a Look-Out Notice against him. pic.twitter.com/WonEnoAgR4
— ANI (@ANI) August 21, 2019
ইতিমধ্যেই সেখানে পৌঁছয় সিবিআই-এর আরও একটা টিম। তারা চিদম্বরমের বাড়ির পিছনের গেটে ধাক্কা দিতে থাকে। ঘিরে ফেলা হয় গোটা বাংলো। দেশের রাজনীতি যেন এক নজিরবিহীন নাটকের সম্মুখীন!
বিস্তারিত আসছে…