
মইদুল ইসলাম হাইকোর্টের দ্বারস্থ, পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ শিক্ষকের
হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিয়াল। তাঁকেই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেছে নিয়েছে বিজেপি।
ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কাকে দাঁড় করানো হবে তা নিয়ে দলের অন্দরেই নানা প্রশ্ন তৈরি হয়েছিল। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অনেকেই দাঁড়াতে চাননি বলে পদ্ম শিবির সূত্রের খবর। অবশেষে প্রার্থী নিয়ে মতৈক্যে আসতে পেরেছে বাংলা বিজেপি। প্রিয়াঙ্কা টিবরিয়ালকে বেছে নেওয়া হয়েছে।
প্রিয়াঙ্কা টিবরিয়াল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। সূত্রের খবর নন্দীগ্রামের বিধায়কের সুপারিশেই তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের টিকিট দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা যে উপনির্বাচনে গেরুয়া শিবিরের মুখ হতে পারেন তা নিয়ে দু-এক দিন ধরেই জল্পনা চলছিল। দেখা গেল জল্পনাই সত্যি হল।