Latest News

করোনা আক্রান্ত সৌরভের মেয়ে সানা, পরিবারের একাধিক সদস্যও কোভিড পজিটিভ

দ্য ওয়াল ব্যুরো: বাবার পরে এবার মেয়ের শরীরেও ধরা পড়ল করোনা।

কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার। মঙ্গলবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। জানা গেছে, মৃদু উপসর্গ আছে সানার। বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে তাকে। অবস্থা স্থিতিশীল। সৌরভের স্ত্রী ডোনা এখনও কোভিড নেগেটিভ।

সৌরভের পরিবারের একাধিক সদস্য করোনা আক্রান্ত। মহারাজের খুড়তুতো ভাই শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী ও কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়ও সংক্রমিত হয়েছেন বলে খবর। সকলেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

ডিসেম্বর মাসেই লন্ডন থেকে ফিরেছে সানা। অক্সফোর্ড ইউনিভার্সিটিটে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে সৌরভ কন্যা। সানা ওমিক্রন আক্রান্ত কিনা তা পরীক্ষা করে দেখা হবে।

কিছুদিন আগেই করোনা ধরা পড়েছিল সৌরভের। গত শনিবার বিকেলে রাজ্য স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে, সৌরভ কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে অ্যান্টিবডি ককটেলে চিকিৎসা হয়েছিল তাঁর। এখন মহারাজের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকেও ছাড়া পেয়ে গেছেন তিনি।

গত বছর কোভিড আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস। জুন মাসের মাঝামাঝি সময়ে সৌরভের বৌদি তথা স্নেহাশিসের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই সময়ে সিএবি সচিবকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। বেহালার বাড়িতে এক সপ্তাহ অন্দরবাসে ছিলেন সৌরভও। কোভিড পরীক্ষাও করিয়ছিলেন, সেই রিপোর্ট নেগেটিভ এসেছিল।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকাসুখপাঠ

You might also like