
ওয়ার্ক ফ্রম হোম-এর সময় অর্থাৎ বাড়িতে বসে কম্পিউটারে কাজ করার সময় বিশেষ করে ভিডিও কলে মিটিংয়ের ক্ষেত্রে নাকি মাঝে মাঝেই লুঙ্গি পরে থাকেন এই শিল্পপতি। দেশে অন্যতম ধনী ব্যক্তির প্রোফাইলের সঙ্গে হয়তো এমনটা খাপ খায় না একেবারেই। তবে আনন্দ মহিন্দা নিজেই জানিয়েছেন এই কথা। পাশাপাশি তিনি বলেছেন, “শার্টের তলায় লুঙ্গি পরে নিই। অনেক সময়েই ভিডিও কলে এমন কিছু মিটিং থাকে যেখানে আমার দাঁড়ানোর দরকার পড়ে না। তবে আমার ব্যাপারে এই গোপন তথ্য ফাঁস হওয়ার পর আমি নিশ্চিত এবার থেকে নিশ্চয় সহকর্মীরা আমায় দাঁড়াতে বলবেন।“
On a lighter note, this is from my #whatsappwonderbox. And I have a confession to make:On some Video Calls from home, I DID wear a lungi under my shirt. Didn’t have to stand up at any point during the meetings, but I suspect my colleagues may ask me to do so after this tweet! pic.twitter.com/e1IElefNaa
— anand mahindra (@anandmahindra) April 5, 2020
টুইটারে সদ্যই একটি মিম শেয়ার করেছেন আনন্দ। যেখানে দেখা গিয়েছে, ওয়ার্ক ফ্রম হোমের বাস্তব অর্থ বুঝিয়েছেন শিল্পপতি। একটি ছবিতে লেখা ‘এক্সপেকটেশন’, অন্যটিতে ‘রিয়েলিটি’। ওয়ার্ক ফ্রম হোমের এক্সপেকটেশনে দেখা গিয়েছে একদম স্যুট-টাই পরে বাবু সেজে চেয়ারে বসে মন দিয়ে ল্যাপটপে কাজ করছেন এক ব্যক্তি। আর রিয়েলিটির ফ্রেমে দেখা গিয়েছে রান্নাঘরে লুঙ্গি পরে রান্না করছেন এক ব্যক্তি। গ্যাস ওভেনের পাশেই রাখা ল্যাপটপ। অবস্থা অনেকটা ‘যে রাঁধে সে চুলও বাঁধে’।
টুইটারে হামেশাই নানা মজার ছবি-ভিডিও শেয়ার করে থাকেন আনন্দ মহিন্দ্রা। হাস্যরসের জন্য নেটিজেন মহলে বেশ সুনাম রয়েছে এই শিল্পপতির। প্রতিবারই তাঁর টুইট ভাইরাল হয়ে যায় নিমেষে। এবারেও হয়েছে ঠিক তেমনটাই। কমেন্ট বক্সে জড়ো হয়েছে হাজার মজার মন্তব্য। কেউ লিখেছেন, ‘আপনার সহকর্মীরাও আপনারই দলে।‘ কেউবা বলেছেন, ‘পরের বার আপনার লুঙ্গি ড্যান্সের একটা ভিডিও আপলোড করবেন প্লিজ।‘