Latest News

মোমোর পর নতুন আতঙ্ক ভূতুড়ে বৃদ্ধা ‘গ্র্যানি’

দ্য ওয়াল ব্যুরো: এ যেন গোদের উপর বিষ ফোঁড়া! মোমো গেমের আতঙ্কের মাঝেই হাজির হলো নতুন মারণ গেম গ্র্যানি। আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। অসুস্থ হয়ে পড়ল তিন স্কুল পড়ুয়া।

গ্র্যানির খপ্পরে পড়া পড়ুয়াদের বাড়ির লোক জানিয়েছেন, ওই গেম খেলার পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে। কেউ বাবা-মা’কে ধরেই পেটাতে যায়, কেউ আবার এগিয়ে যায় আত্মহত্যার দিকে। প্রসঙ্গত, প্রথম মোমো মেসেজ এসেছিল জলপাইগুড়িরই এক কলেজ ছাত্রীর কাছে।

এই তিন জনের মধ্যে এক একাদশ শ্রেণির ছাত্র বলে, “খেলার চার নম্বর ধাপ পেরনোর পরই আমার বুক ধড়ফড় শুরু করে। আমি দিদিকে বলি মোবাইল বন্ধ করে ফেলে দিতে। পরে বন্ধুরা বলায় আবার ডাউনলোড করি।”  ছাত্রের মা জানান, “আমরা জানিই না এসব গেম খেলার কথা। সেদিন রাতে হঠাৎ বলে শরীর খারাপ লাগছে। চিৎকার করতে থাকে, বাঁচতে চাই না বলে।”

মোবাইল ফোন নিয়ে ময়নাগুড়ি থানায় জমা দিতে গিয়েছিলেন পড়ুয়ার পরিবারের লোক। আইসি নন্দ কুমার দত্ত জানান, ছাত্রটিকে নিয়ে পরিবার থানায় এসেছিল। মোবাইলটি খতিয়ে দেখা হচ্ছে।

মোমোর আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। মারণ গেম রুখতে মাঠে নামতে হয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-কেও। এর মধ্যেই গ্র্যানির হানা। সাইবার গেম জগতে এখন এই ভূতুড়ে বৃদ্ধাই নতুন আতঙ্ক।

You might also like