Latest News

শাবানা আজমির গাড়ি দুর্ঘটনার কবলে, আহত অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় আহত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের উপর ঘটেছে দুর্ঘটনা।

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। অভিনেত্রীর চোট গুরুতর কিনা সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে সম্পর্কেও নিশ্চিত ভাবে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, দুর্ঘটনার পরেই শাবানা আজমিকে নভি মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী।

Image

Image

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাকের সঙ্গে শাবানা আজমির গাড়ির ধাক্কা লেগেছে বলে খবর। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অনেকটা অংশ। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন জাভেদ আখতারও। তবে তিনি সুস্থই রয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like