
চলতি সপ্তাহে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এই ঘটনায় জানা গেছে, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল সারা দেশে। এই অবস্থায় লকডাউন জরুরি হয়ে ওঠার পরে এক দিনের জনতা কার্ফু জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সূত্রের খবর, সোগাহুরা গ্রামের এক মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। কার্ফু শুরু হওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগেই প্রসব যন্ত্রণা ওঠে তাঁর।
সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁকে গোরক্ষপুরেরই একটি হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পরেই একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। দেশজুড়ে তখন করোনাভাইরাসের জেরে কার্ফু চলছে একদিনের। সেই কারণেই সদ্যোজাতের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা।